সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


মোদীর কেন্দ্রে চ্যালেঞ্জ দিয়ে লড়বেন মমতা!


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২১ ১৮:০০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:৫৮

 

প্রভাত ফেরী: মমতা কি মোদীর কেন্দ্র থেকে ভোটে লড়বেন! শুভেন্দুর পর এবার কী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করবেন তৃণমূল সুপ্রিমো! সম্প্রতি তৃণমূলের করা একটি টুইট উস্কে দিয়েছে এই জল্পনা।

এই টুইটের পরেই উঠছে প্রশ্ন! কে হবে 'চ্যালেঞ্জার'! তবে কী পরবর্তী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে চ্য়ালেঞ্জ জানিয়ে বারাণসী থেকে ভোটে লড়বেন মমতা নিজেই!
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি একটি টুইট করা হয়েছে। টুইটে দাবি করা হয়েছে, নন্দীগ্রাম কেন্দ্রে এবার জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি অন্য কোনও আসন থেকে লড়বেন না, তা স্পষ্ট জানানো হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বলা হয়েছে, 'বাংলার মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। ২০২৪ সালে নিজের জন্য কোনও সুরক্ষিত আসন খুঁজে নিন। কারণ আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্চের মুখে পড়তে হবে।'
প্রসঙ্গত, একুশের লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এক্ষেত্রে লড়াইটা মূলত দ্বিমুখী- শুভেন্দু বনাম মমতা। নন্দীগ্রাম কেন্দ্রে ভোটের পর নরেন্দ্র মোদী বঙ্গে ভোটপ্রচারে এসে জানিয়েছিলেন, 'নন্দীগ্রামে একটু আগে যা হল তাতে স্পষ্ট নিজের হার মেনে নিয়েছেন দিদি। বাংলায় আসছে বিজেপি।' এখানেই শেষ নয় তিনি বলেন, 'বাংলার লোকের ক্ষোভ থেকে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না।বাংলার জনগণ ঠিক করে দিয়েছেন দিদিকে এবার যেতেই হবে। নন্দীগ্রাম এদিন সেই হিসেব দিয়ে দিয়েছে।' শুধু মোদী নন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শুভেন্দুও। তিনি জোর গলায় দাবি করেছেন নন্দীগ্রামে জিতছেন তিনি।
একদিকে যখন নন্দীগ্রামকে ফোকাস করে জয়ের দাবি করছে বিজেপি, তখন স্বয়ং মোদীর কেন্দ্রকে ফোকাস করল তৃণমূল। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমিই জিতব নন্দীগ্রামে। ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে। আমি ভিকট্রি সাইন দেখাচ্ছি। নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে।' এরপরেই তৃণমূলের তরফে এই টুইট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top