সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিজেপি’র রাজ্য সভাপতি বদল বিষয়ে মুখ খুললেন দিলীপ


প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ২০:৪৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৯:০৮

 

প্রভাত ফেরী: বাংলায় বিজেপি-র রাজ্য সভাপতি বদল করা হচ্ছে? দিলীপ ঘোষের বদলে নতুন রাজ্য সভাপতি কে হবেন, এ নিয়ে জোর জল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে। রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষের পর বঙ্গ বিজেপি-র প্রধান কাকে করা হবে এ নিয়ে চর্চার আবহে শোনা গিয়েছে রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের নাম জে পি নাড্ডার কাছে নাকি প্রস্তাব করেছেন দিলীপ ঘোষ। এ নিয়ে এবার মুখ খুললেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি।

এদিন দিলীপ ঘোষ বলেন, 'আমি এখনও দেড়বছর রাজ্য সভাপতি আছি'। কেউ কারও থেকে নাম চায় না। কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য। তাঁরা যদি মনে করেন করবেন। দলের সংবিধান আছে। আমি নির্বাচিত সভাপতি। দল যদি মনে করে কোনও পরিবর্তন করে, সেটা সবার সঙ্গে কথা বলে করা হবে'।

উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। দলের নিয়ম অনুযায়ীই রাজ্য সভাপতির পদ থেকে সরতে হবে দিলীপকে। সূত্র মারফৎ জানা যায়, রাজ্য বিজেপি-র নতুন সভাপতি কে হবেন, এ নিয়ে দিলীপের কাছে নাম প্রস্তাব করতে বলেছন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা। এই প্রেক্ষিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম দিলীপ প্রস্তাব করেছেন বলে খবর। যদিও এদিন এমন কথা উড়িয়ে দিয়েছেন দিলীপ।

প্রসঙ্গত, বাংলায় বিজেপি-র উত্থানের নেপথ্য দিলীপ ঘোষের বড় ভূমিকা রয়েছে বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। উনিশের লোকসভা নির্বাচনে দিলীপের নেতৃত্বে বাংলায় ১৮টি আসনে পদ্মফুল ফোটে। এমনকী, একুশের নির্বাচনে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি-র উত্থানের নেপথ্যে দিলীপ অন্যতম কারিগর বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top