সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


নির্বাচন কমিশন বিজেপির আবদার রাখল


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ২০:১৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৭:০১


প্রভাত ফেরী: ফের ভোটের হাওয়ায় তপ্ত হতে শুরু করেছে বাংলার মাটি। বেজে গিয়েছে উপনির্বাচনের দামামা। এদিকে রাজ্যের সাতটি কেন্দ্রে ভোট বাকি থাকলেও আপাতত ৩০ সেপ্টেম্বর তিনটি আসনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটগ্রহণ, প্রচার এমনকী নিরাপত্তার বিষয়েও জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন থেকে শুরু করে শাসক-বিরোধী প্রতিটা রাজনৈতিক দলই।
এমতাবস্থায় এবার আঝাসেনা মোতায়েন নিয়ে বড় ঘোষণা করতে দেখা গেল কমিশকে। এদিকে বাতি থাকা ৭ কেন্দ্রের মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গীপুরে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর সেই উপলক্ষে ৩ কেন্দ্রের প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে আধাসেনা মোতায়েনের দাবি তুলে মঙ্গলবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপিকে।
এদিকে তার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কমিশন। এদিকে সূত্রের খবর, ভোট উপলক্ষে প্রতি বিধানসভা কেন্দ্র পিছু ৮ থেকে ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার কথা ভাবছে নির্বাচন কমিশন। বুথ ভিত্তিক প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে। এদিকে এই তিন কেন্দ্রে ভোটের ফল ঘোষিত হবে আগামী ৩ অক্টোবর।
কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী নির্বাচনের জন্য প্রতিটা দলের প্রার্থীরাই আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করতে পারবেন। তবে প্রচারের ক্ষেত্রে অবশ্যই মানতে হবে কোভিড বিধি।অন্যদিকে ৭ কেন্দ্রের ভোট বাকি থাকলেও গোটা রাজ্যবাসীর নজর এখন ভবানীপুর কেন্দ্রের দিকেই। কারণ ওই আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে। যদিও জয়ের ব্যাপারে একশো শতাংশই নিশ্চিত ঘাসফুল শিবির।
আর তিন কেন্দ্রেই ভোটের আগে নির্বাচনী পর্যবেক্ষকদের এলাকায় পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। তিন কেন্দ্রের ভোট রীতিমতো কড়া হাতেই করতে চাইছে নির্বাচন কমিশন, প্রস্তুতি দেখে এমনটাই মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে ইতিমধ্যেই প্রতিটা নির্বাচন কেন্দ্রেই কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট-এর আওতায় চলে গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই ভবানীপুর উপনির্বাচনের আয়-ব্যয়ের হিসেব দেখতে এসে পড়েছেন আয়-ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক অশোক বাবু। সামসেরগঞ্জ জঙ্গীপুরেও আসতে চলেছেন পর্যবেক্ষকের দল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top