সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় ৬৮ নিহত


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ২৩:৩৯

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৭:২১

 

প্রভাত ফেরী: স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গা হয়েছে বলে জানিয়েছে বিবিসি । কারাগারের এই দাঙ্গায় অন্তত ৬৮ জন বন্দী নিহত হয়েছেন।

দেশটির কারাগারগুলোতে চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দীর মৃত্যু হয়েছে।

গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারি কারাগারে এই দাঙ্গা হয়েছে। পুলিশের কৌশলগত ইউনিট কারাগারে প্রবেশ করে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পেয়েছে।

কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে।

রাষ্ট্রপতি গুইলারমো ল্যাসো টুইটারে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে যে পরিবারগুলো প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

"বিশৃঙ্খলা থেকে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য" নতুন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top