সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্তঃ নতুন বিধিনিষেধ ঘোষণা করলেন বাইডেন


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২১ ০৫:১২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০১:৫৬

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর ভ্রমণবিষয়ক কঠোর নিয়ম জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী সপ্তাহ থেকে মার্কিন নাগরিকসহ যুক্তরাষ্ট্রগামী সব আন্তজার্তিক ভ্রমণকারীদের ভ্রমণের ২৪ ঘণ্টা আগে অবশ্যই করোনা টেস্ট করতে হবে বলে জানিয়েছেন বাইডেন।

এছাড়া আগামী বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত বাস, ট্রেন ও বিমানে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে বিনামূল্যে করোনা টেস্টের বুথ ও বাড়িতে করোনা টেস্টের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টের ১০ রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবার মধ্যে করোনার মৃদু লক্ষণ রয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট এরই মধ্যে বিশ্বের ৩০টির মত দেশে পৌঁছেছে।

অন্যদিকে করোনার নতুন ভ্যারিয়েন্টের সাথে লড়াই করতে সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ নেওয়ার প্রতি জোর দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড মেরিল্যান্ডে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘আমরা বিজ্ঞান ও গতির মাধ্যমে এই ভাইরাসকে পরাজিত করব , বিভ্রান্তি ও গণ্ডগোলের মাধ্যমে না।’ তিনি বলেন, আমরা লকডাউন বা শাটডাউনের পথে হাটছি না।’

বাইডেন জানান, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে কিন্তু ১০ কোটি মানুষ টিকা নেওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তারা বুস্টার ডোজ পায়নি। তিনি বলেন, শিশু ও কিশোরদের মধ্যে ভ্যাকসিনেশন বাড়াতে ক্লিনিকের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাইডেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top