সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা


প্রকাশিত:
২৯ মে ২০২২ ২২:৫৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৫:৫৭

 

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। আক্রান্ত হয়েছেন চার লাখ ২৮ হাজার ২০৫ জন। মারা গেছেন ৮২৩ জন।


এর আগে শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রায় নয় লাখ মানুষ। আর মারা গিয়েছিলেন দেড় সহস্রাধিক।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ২২৮ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৩৭৬ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ২০ লাখ চার হাজার ২০৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪৪২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৫৯ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫৮৬ জনের।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি নয় লাখ ৭৬ হাজার ৪০৬ জন। ছয় লাখ ৬৬ হাজার ৪৩৫ জন মারা গেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top