সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


৩৮ আরোহী নিয়ে নিখোঁজ চিলির সামরিক বিমান


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৪১

আপডেট:
১১ ডিসেম্বর ২০১৯ ০৭:২৬

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: চিলির একটি সামরিক বিমান ৩৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। অ্যান্টার্টিকায় চিলির একটি ঘাঁটিতে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার সন্ধ্যায় অ্যান্টার্টিকার প্রেসিডেন্ট এদোয়ার্দো ফ্রেই মনতালভা বিমানঘাঁটিতে যাওয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সি-১৩০ হারকিউলেস পরিবহন বিমানটির। ওই বিমানে ২১ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিল। তবে বিমানটি কোথায় আছে বা বিমানের আরোহীদের সঙ্গে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

জানা যায়, সি-১৩০ হারকিউলিস বিমানটি চিলির দক্ষিণের পুনটা অ্যারেনাস শহর থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে বিমান নিখোঁজের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা উদ্বেগ প্রকাশ করে এক টুইট বার্তায় বলেন, বিমান নিখোঁজের বিষয়টি অত্যন্ত ভীতিকর। তবে এটি উদ্ধারে দেশটির বিমান বাহিনী কাজ করছে বলেও তিনি জানান।

চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে ‘মাল্টিডিসিপ্লিনারি তল্লাশি ও উদ্ধার টিম’ জড়ো করা হয়েছে। সহায়তা ও রক্ষণাবেক্ষণ মিশনের জন্য ওই বিমানটি পুতনা আরেনাস শহরের চাবুনকো বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

চিলির বিমানবাহিনীর জেনারেল এদুয়ার্দো মোকেইরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে উড়োজাহাজের পাইলট কোনো ধরনের বিপদ সংকেত দেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top