সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


ঢাকায় শুরু হলো ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২০ ১০:৫১

আপডেট:
২৬ জানুয়ারী ২০২০ ২২:৫৭

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ২৪ তারিখ শুরু হওয়া এ উৎসব চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত।

এবার বাংলাদেশসহ মোট ৩৯টি দেশ এতে অংশগ্রহণ করেছে। ৮ দিনব্যাপী এ উৎসবে শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে মোট ১৭৯টি। বাংলাদেশে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর এটি।

উৎসবের মূল ভেন্যু হচ্ছে শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। এ ছাড়াও আরও ৪টি ভেন্যুতে চলচ্চিত্র দেখানো হবে। অন্য ভেন্যুগুলো হলো— জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ সেন্টার ও গ্যেটে ইনস্টিটিউট।

শিশু-কিশোর, তাদের অভিভাবক এবং যে কোনও বয়সের মানুষেরা বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন এ উৎসবে। প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি সময়ে দর্শনার্থীরা চলচ্চিত্র দেখতে পারবেন।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বেশকিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো— ‘ফাদার’ (বাংলাদেশ), ‘অ্যা ট্রিপ টু মাই ফ্রেন্ডস হোম’ (ভারত), ‘বোজি (জামার্নি), ‘হাউ টু চিয়ার্স আপ লনলিনেস’ (ইউক্রেন), ‘ইট’স ক্লোড আপ দেয়ার’ (ফ্রান্স), ‘ম্যারাডোনা’স লেগ’ (জার্মানি), ‘ওয়ান টু থ্রি’ (সিঙ্গাপুর), ‘দ্য সেভেন চাইনিজ ব্রাদারস’ (স্পেন), ‘অ্যা লিটল গিফট ফর ইউ’ (মেক্সিকো), ‘মুজবালাক’ (কাজাকিস্তান), ‘মাই লিটল প্রিন্স’ (আজারবাইজান), ‘গুড গার্ল’ (ফিনল্যান্ড), ‘স্যাম’স ড্রিম’ (ফ্রান্স), ‘দিপু নাম্বার টু’ (বাংলাদেশ)।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top