সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

প্রভাত ফেরীর জন্য শুভেচ্ছা পত্র: সায়ন্তনী পূততুন্ড


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:১১

আপডেট:
৬ অক্টোবর ২০২০ ২১:১৫

 

ভারতের জনপ্রিয় লেখিকা সায়ন্তনী পূততুন্ড প্রভাত ফেরীর জন্য শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। তিনি প্রভাত ফেরীর পাঠকদের জন্য লিখবেন বলে সদয় সম্মতি দিয়েছেন। তাঁর এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

এই সময়ের জনপ্রিয় লেখিকা হচ্ছেন সায়ন্তনী পূততুন্ড| লিখেছেন কালজয়ী গল্প ও উপন্যাস। তাঁর লেখা “শঙ্খচিল” নিয়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা গৌতম ঘোষ তৈরী করেছিলেন সিনেমা। “শঙ্খচিল” ছবির মূল চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিত চট্টপাধ্যায় ও বাংলাদেশের কুসুম সিকদার । ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির গল্প।

বর্তমানে তাঁর লেখা উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। একদিনের ঈশ্বর, ছায়া ছায়া ভূত, নন্দিনী, তিনটে ইঁদুর অন্ধ, শঙ্খচিল, শিশমহল সহ অনেক জনপ্রিয় বই এর লেখক হচ্ছেন সায়ন্তনী পূততুন্ড।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top