সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

খোকনের বৃষ্টি : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ২২:২৬

আপডেট:
১৯ অক্টোবর ২০২০ ২২:৫৩

 

টুপটাপ টুপটাপ জল থৈ থৈ ডোবানালা,
বৃষ্টি পড়ে ঝুপঝাপ বন্দি ঘরে কি যে জ্বালা,
কি আর করে খোকন সোনা 
বসে বসে সময় গোনা!
লালনীল কাগজ কেটে 
নৌকো বানায় এটেসেটে,
একে একে ছেড়ে দিলো খোকন সোনার নাও, 
জমে থাকা মেঘের জলে যাওরে ভেসে যাও!
হায়রে কপাল চমকে দিলো 
দমকা হাওয়া উড়িয়ে নিলো,
নাওগুলি সব আটকে থাকে
গাছের ডালে ঘাসের ফাঁকে,
এমনি কোরে দুস্টু খোকন 
ঘুমিয়ে যে গেছে কখন!


কাগজের নৌকায় ভাসে সে সাগরে 
ভয় পেয়ে মাকে ডাকে ও মা মাগোরে, 
খুব হয়েছে মা হেঁসে কয় 
স্বপ্ন দেখেই এত্ত ভয়,
আড়মুড়িয়ে দুস্টু খোকা 
ঘুম ভেঙে যে হোল বোকা,
লাজুক চোখে মাকে ধরে
চুমোয় চুমোয় দিলো ভরে!

 

শাহান আরা জাকির পারুল 
নাট্যকার, লেখক ও গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top