সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


পাসপোর্ট নবায়নের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে কুয়েত সরকার


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২০ ০০:২৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:২২

 

প্রভাত ফেরী: করোনা দুর্যোগে কুয়েত সরকার আগামী ৩১ মে পর্যন্ত পাসপোর্ট নবায়নের মেয়াদ বৃদ্ধি  করেছে। সেখানে থাকা  বাংলাদেশের প্রবাসীরাও এই সুযোগ পাবেন। রবিবার ( ১৯ এপ্রিল) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার আকামার মেয়াদ বৃদ্ধি  করেছে। স্বয়ংক্রিয়ভাবে আগামী ৩১ মে পর্যন্ত এর মেয়াদ বেড়েছে। সে কারণে প্রবাসী বাংলাদেশিদের এই মুহূর্তে  পাসপোর্ট নবায়নের প্রয়োজন নেই। দূতাবাসে জনসমাগম এড়াতে পাসপোর্ট নবায়ন ও কনস্যুলার সেবা আপাতত বন্ধ থাকবে।

এছাড়া দূতাবাস জানায়, ত্রাণ বিতরণের জন্য যে সরকারি বরাদ্দ ছিল তা শেষ হয়ে যাওয়ায় ত্রাণ বিতরণ স্থগিত থাকবে। নতুন বরাদ্দ পেলে পুনরায় বিতরণ করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top