সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


করোনার প্রভাব, এখনই খুলছে না যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ২৩:১০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১২:৫০

 

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত এখনই খোলা হচ্ছে না। করোনা মহামারির কারণে আরও কিছুদিন এই সীমান্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার এক ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, দু'দেশের মধ্যকার সীমান্ত বন্ধ রাখার বিষয়ে কানাডা এবং যুক্তরাষ্ট্র একমত হয়েছে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত মার্চে করোনাভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে প্রাথমিকভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে প্রায় বেশ কয়েকবার নতুন করে নিষেধাজ্ঞা নবায়ন করা হয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র পণ্যদ্রব্য বাণিজ্য এবং প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। কানাডায় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৮৪১। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ২৫১ জন। তবে দেশটিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

কানাডায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ লাখ ৬২ হাজার ২৯৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৩ হাজার ২৯৭। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে ৫৯৬ জন। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বেশ কিছু অঞ্চলে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৭১৪। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ২ হাজার ৭৬২ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৯৫ লাখ ৭ হাজার ৪৭৬ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬৪ লাখ ৮৫ হাজার ৪৭৬। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৭ হাজার ৩২৪ জন।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তও একই সময় পর্যন্তই বন্ধ থাকছে বলে এক টুইট বার্তায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নিশ্চিত করেছেন। ওই টুইটে তিনি বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা সীমান্তে কড়াকড়ি বাড়ানো হয়েছে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখা হবে। তিনি বলেন, আমরা মেক্সিকো এবং কানাডার সঙ্গে প্রয়োজনীয় বাণিজ্য এবং ভ্রমণ চলমান রাখতে এবং নাগরিকদের ভাইরাস থেকে রক্ষা করতে কাজ করে যাচ্ছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top