সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


পঞ্চম ধাপে লেবানন থেকে ফিরছে আরও ৪২৯ বাংলাদেশি


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৬:৩৮

 

প্রভাত ফেরী: বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আরও ৪২৯ বাংলাদেশি হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। লেবানন থেকে পঞ্চম ধাপে তারা দেশে ফিরছেন।

অভিবাসীরা জেল-জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে দূতাবাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে রবিবার সকালে বাংলাদেশে পৌঁছাবেন তারা।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সশরীরে দূতাবাসে উপস্থিত হয়ে নাম নিবন্ধনের অনুরোধ জানান। এছাড়া যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে নাম নিবন্ধনে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে দেশে পাঠানোর পক্রিয়া আগামী মার্চে শুরু হতে পারে বলে জানান রাষ্ট্রদূত।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় প্রায় ৫ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধন করেন। অনেক আবার অর্থের অভাবে নাম নিবন্ধন করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন। এর আগে বাংলাদেশ বিমানের ৪টি বিশেষ ফ্লাইটে ১ হাজার ৬৮৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

দেশটিতে করোনাভাইরাসের কারণে দীর্ঘমেয়াদি লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলার সঙ্কটের কারণে বৈধ ও অবৈধ বাংলাদেশিদের অনেকেই লেবানন ছাড়তে বাধ্য হচ্ছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top