সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


আমিরাত ও সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত তুরস্ক


প্রকাশিত:
১৩ মার্চ ২০২১ ১৮:৪১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৩:০৬

 

প্রভাতফেরীঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্কোন্নয়নে প্রস্তুত তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, আমরা সংযুক্ত আরব আমিরাত ও সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নেও প্রস্তুত।

তিনি বলেন, সম্প্রতি আবুধাবিকে আমরা আরও ইতিবাচক বার্তা দিয়েছি। তাদের সঙ্গে কোনোভাবেই আমাদের কোনো সমস্যা নেই। তাদের প্রতি আরও উদার মনোভাব দেখাতে চাচ্ছি আমরা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের অক্টোবরে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর সৌদির আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের চরম অবনতি ঘটে। খাসোগি হত্যাকাণ্ডে ২৬ সৌদি সন্দেহভাজনকে বিচারের আওতায় আনার চেষ্টা করছে তুরস্কের একটি আদালত।

শুক্রবার কাভুসগলু বলেন, এই হত্যাকাণ্ডকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে না তুরস্ক। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করার কোনো কারণ আমি দেখছি না।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top