সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


কানাডায় গণহারে ভ্যাকসিন দেয়ায় খুশিতে প্রবাসী বাংলাদেশিরা  


প্রকাশিত:
৮ মে ২০২১ ২০:৪৫

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৪:২৫

 

প্রভাত ফেরী:  কানাডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত  ৪টি প্রতিষ্ঠানের করোনা ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন এই চারটি কোম্পানির যে কোনো একটি ভ্যাকসিন নিজেদের ইচ্ছেমতো নিতে পারছেন সাধারণ মানুষ। প্রতিটি শহরের ফার্মেসিগুলোতে ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন আগ্রহীরা।

কানাডায় শুরু হওয়া এই গণহারে ভ্যাকসিন কার্যক্রমে খুশি প্রবাসী বাংলাদেশিরা। পাশপাশি করোনায় মৃত্যু ও আক্রান্তের হার খানিকটা কমতে থাকায় প্রতিটি অঙ্গরাজ্যে–লকডাউন, জরুরি অবস্থা ও কারফিউতে শিথিলতা আনা হয়েছে।
মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশন এলাকায়– ক্লিনিকে ভ্যাকসিন নিতে পেরে স্বস্তিবোধ করছেন প্রবাসী বাংলাদেশিরা। বেশিসংখ্যক প্রবাসীর পছন্দ ফাইজারের টিকা বলে জানা গেছে।
কর্তৃপক্ষ বলছে, সবার টিকা নিশ্চিত করা গেলে কমে আসবে করোনার প্রকোপ। কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১৩ লাখ মানুষ। মৃত্যু অন্তত ২৫ হাজার ছাড়িয়েছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top