সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


মালয়েশিয়া প্রবাসীদের সংকট; দাবী তিন


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ২১:২৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:৪১

 

প্রভাত ফেরী: মহামারী করোনার কারণে গত বছরের মার্চ থেকে মালয়েশিয়ায় জারি রয়েছে বিধিনিষেধ। কখনও শিথিল কখনও কঠোর এভাবে টানা এক বছরের বিধিনিষেধে প্রবাসী বাংলাদেশীরা অসহায় অবস্থায় দিনযাপন করছেন। এর মধ্যে কাগজপত্র বিহীন প্রবাসীদের অবস্থা খুবই শোচনীয়। করোনা ও লকডাউনের কারণে কাজ না থাকায় অনেক প্রবাসীদের জীবনধারণে অবশিষ্ট অর্থও নেই। একদিকে কর্মহীন অন্যদিকে গ্রেফতার আতঙ্কে কাগজপত্রবিহীন প্রবাসীরা এক দূর্বীসহ জীবন অতিবাহিত করছে।

কাগজপত্র বিহীন প্রবাসীদের দেশে ফেরার পথ ইতোমধ্যে অনেক সহজ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। কোন প্রকার ইমিগ্রেশন ঝামেলা ছাড়া শুধুমাত্র বিমানবন্দরে মালয়েশিয়ান ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন কাগজপত্র বিহীন যেকোনো প্রবাসী। কিন্তু বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে উচ্চ মূল্যে কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দেওয়াতে কর্মহীন প্রবাসীরা দেশে ফিরতে পারছে না।

এ ছাড়া পাসপোর্ট নবায়নে মাসের পর মাস অপেক্ষা করেও পাসপোর্ট পাচ্ছে না। কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ায় সর্বক্ষণ গ্রেপ্তার আতংকে সময় পার করতে হচ্ছে তাদের।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আল মামুন জানান, “করোনা ও লকডাউনের কারনে অনেক বাংলাদেশীরা খাদ্য সংকটে পড়েছেন। গত সপ্তাহে আমার দোকানে এসে ৩/৪ জন তাদের মোবাইলের বিনিময়ে খাবার কেনার টাকা চেয়েছেন। আমি তাদের মোবাইল না রেখেই এক বেলার খাবারের ব্যাবস্থা করে দিয়েছি। এ ছাড়া বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদদের সদস্য রা ছুটে চলেছেন অসহায় প্রবাসীদের পাশে। মালয়েশিয়া কুয়ালালামপুরে কিছু প্রবাসীর কাজ না থাকায় তারা অসহায় হয়ে পড়েন।

পরিষদের মোঃ মাহির ফয়সালের আর্থিক সহায়তায় ওই সকল প্রবাস দের সাথে যোগাযোগ করে  তাদেরকে কয়েক দিনের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ , মালয়েশিয়া শাখার সহ সভাপতি মো: আমির হোসেন,,ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রায়হান,,সহ শ্রম ও অভিবাসন বিষয়ক সম্পাদক মোঃ আজম শরিফুল।

খাদ্য সংকটে থাকা  মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে  বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক শরিফ আহমেদ বলেন, প্রবাসীদের এই দুর্দিনে তাদের পাশে থাকবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা।

এদিকে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে মালয়েশিয়ায় সংকটাপন্ন প্রবাসীদের সংকট নিরসনে সরকারের নিকট তিন দফা দাবী পেশ করেছে। অধিকার পরিষদের সভাপতি জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন দফা দাবী উত্থাপন করা হয়। দাবীগুলো হলো, লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের জন্য দ্রুত খাদ্য সহযোগিতা পাঠানো, হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে সরকারি খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম করা ও ৩ দালালদের দৌরাত্ম বন্ধ করে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top