সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


২০০ টাকায় প্রবাসীদের জন্য হোস্টেল সুবিধা


প্রকাশিত:
২০ মার্চ ২০২২ ০২:০৪

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১২:১২

 

প্রভাত ফেরী: বিদেশগামী কর্মী ও বিদেশ থে‌কে ফেরত আসা প্রবাসী কর্মীদের থাকার প্রয়োজন হলে এখন থেকে ২০০ টাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই সরকারি বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে রাতযাপন করতে পারবেন।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে প্রবাসী কর্মীদের বিড়ম্বনা নিরসণে নির্মিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

পরে এক সংবাদ সম্মেলনে জানা‌নো হয়, এ সেন্টা‌রে নারী ও পুরু‌ষদের জন্য আলাদা থাকার ব্যবস্থা র‌য়ে‌ছে। ১৪০ কাঠার বেশি জায়গা নি‌য়ে করা সেন্টার‌টি‌তে আপাতত ৪৮ জনের থাকার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। যা এবছর রমজা‌নের পর বড় প‌রিস‌রে চালু হ‌বে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় বিদেশগামী এবং প্রবাস ফেরত আসা কর্মীদের বিমানবন্দর থেকে এই সেন্টারে যাওয়ার জন্য সব সময় গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একইসাথে সেন্টারের সেফ লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে । এছাড়া সবসময় টেলিফোন সুবিধা, ইন্টারনেট ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। অবস্থানকালে তাদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ক্ষেত্রে কর্মীদের সরাসরি কিংবা অনলাইনে ১০০ টাকা ফি দিয়ে থাকার আবেদন করতে হবে। একজন কর্মী সর্বচ্চো ১টি সিটের জন্য আবেদন করতে পারবেন। প্রতি রাতের জন্য প্রতি সিটের ভাড়া ২০০ টাকা এবং প্রতিবার সর্বোচ্চ দুই রাত অবস্থান করা যাবে। অবস্থানের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ও এয়ার টিকিটের কপি, বহির্গমন ছাড়পত্র বা মেম্বারশিপ সনদের কপিসহ সংশ্লিষ্ট কাগজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি’সহ মন্ত্রণালয় ও কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top