সিডনী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


জাপানি মুদ্রা ইয়েনের দরপতন


প্রকাশিত:
১৬ জুন ২০২২ ১৯:২১

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০৪:১৯

 

জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। আজ মঙ্গলবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে , প্রতি ডলারের বিপরীতে ১৩৪.৬৭ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এই প্রথম জাপানি মুদ্রার এত বেশি দরপতন ঘটল।

এ ছাড়া জাপানের শেয়ারবাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন ঘটেছে। গতকাল সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটে। এতে মূল্যসূচক কমে ২৬ হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটেছে। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সুদের হার বাড়াচ্ছে, তখন জাপান এ ব্যাপারে একেবারেই উদাসীন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যেসব দেশ রুশবিরোধী নিষেধাজ্ঞায় যুক্ত হয়েছে, সেসব দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি বেড়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের প্রায় সব দেশ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top