সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


স্বাধীনভাবে পাসপোর্ট করার অনুমতি পেল সৌদি নারীরা


প্রকাশিত:
৩ আগস্ট ২০১৯ ০৩:৪২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:২৪

স্বাধীনভাবে পাসপোর্ট করার অনুমতি পেল সৌদি নারীরা

প্রভাত ফেরী ডেস্ক: সৌদি আরবের এক রাজকীয় আদেশে জানানো হয়েছে, পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়াই এখন থেকে দেশের বাইরে ঘুরে বেড়াতে পারবেন সৌদি আরবের নারীরা। যেসব নারীর বয়স ২১ বছরের বেশি তারা পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।  এর আগে নারীদের পাসপোর্ট করতে বাবা, ভাই বা নিকটাত্মীয় কোনো পুরুষ অভিভাবকের সম্মতি প্রয়োজন হতো।



শুক্রবার (২ আগস্ট) এই নতুন নিয়ম জারি করা হয়েছে বলে জানায় বিবিসি।



শুধু ভ্রমণ নয়। বিবাহ কিংবা বিবাহবিচ্ছেদ ও শিশুর জন্ম-নিবন্ধনও লিপিবদ্ধ করার অধিকারও নারীদের দেওয়া হয়েছে বলে রাজকীয় এই আদেশনামায় জানানো হয়। বলা হয়েছে নারী-পুরুষ বৈষম্যে কাউকে যেন কর্মক্ষেত্রে হয়রানি না করা হয়।



এসব সিদ্ধান্তের ফলে মাধ্যমে রক্ষণশীল সৌদি আরব নারী ও পুরুষের সমানাধিকারে এক ধাপ এগিয়ে গেল। ক্রাউন প্রিন্স সালমানের ভিশন-২০৩০ অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসময়ের মধ্যে তেল সমৃদ্ধ অর্থনীতি থেকে নির্ভরতা কমিয়ে দেশটি নারী-পুরুষদের আরও বেশি কর্মক্ষেত্রে যুক্ত করার পরিকল্পনা করছে। পরিকল্পনা করা হয়েছে মোট শ্রমশক্তির শতকরা ৩০ থেকে ২২ ভাগ নারী কর্মীর অংশীদারিত্ব।



মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পুরুষের অভিভাবকত্ব সংক্রান্ত বিধানের কারণে সৌদি নারীরা দ্বিতীয় শ্রেণির নাগরিকের জীবনযাপনে বাধ্য হয়। এখনও বড় কোনও সিদ্ধান্ত নিতে হলে নারীদের পুরুষের অনুমতি নিতে হয়। বিয়ে, তালাক ও পাসপোর্ট নেওয়ার মতো সিদ্ধান্ত কোনও নারী একা নিতে পারেন না। দেশটির এমন আইনের সমালোচনা চলে আসছে অনেক বছর ধরে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top