সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় রিজিওনাল এলাকায় বসবাসের যথাযথ প্রমাণ ব্যতিরেকে পার্মানেন্ট রেসিডেন্সি দেয়া হবে না


প্রকাশিত:
৮ অক্টোবর ২০১৯ ১৬:২৮

আপডেট:
৩০ নভেম্বর ২০১৯ ০৭:০৭

অস্ট্রেলিয়ায় রিজিওনাল এলাকায় বসবাসের যথাযথ প্রমাণ ব্যতিরেকে পার্মানেন্ট রেসিডেন্সি দেয়া হবে না

অস্ট্রেলিয়ার নিত্য-পরিবর্তনশীল অভিবাসন ব্যবস্থার অংশ হিসেবে যারা রিজিওনাল ভিসার মাধ্যমে এদেশে এসে স্থায়ী অভিবাসনের চেষ্টা করবেন, সম্প্রতি তাদের জন্য প্রযোজ্য নতুন কিছু নিয়মের কথা প্রকাশ করেছে দেশটির সরকার। ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রী ডেভিড কোলম্যান জানান, পার্মানেন্ট রেসিডেন্সির পাথওয়ে হিসেবে যারা রিজিওনাল ভিসায় অস্ট্রেলিয়া আসবেন তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা আবেদন করার পূর্ব পর্যন্ত সত্যি সত্যিই তাদের জন্য প্রযোজ্য রিজিওনাল বা মফস্বল এলাকাগুলোতে নিয়মিত বসবাস করেছেন। 

সংশ্লিষ্ট সূত্রের মারফত জানা যায়, এ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার তাদের বিভিন্ন কাগজপত্র যেমন রিজিওনাল ভিসাগ্রহীতাদের ব্যাংক লেনদেনের হিসাব, তাদের বাসস্থানের বিস্তারিত কাগজপত্র ইত্যাদি পরীক্ষা করে দেখবে। 

অভিবাসন সংক্রান্ত এজেন্টদের মতে অস্ট্রেলিয়ায় অভিবাসনের নীতিমালায় সাম্প্রতিক পরিবর্তনগুলোর ফলে বিদেশী শিক্ষার্থী এবং স্কিলড মাইগ্রেন্টদের জন্য বর্তমানে স্থায়ী অভিবাসনের সুযোগ পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় এ বছরের নভেম্বর মাস থেকে চালু হতে যাওয়া রিজিওনাল ভিসা সম্পর্কে অনেক অভিবাসীই আগ্রহ প্রকাশ করছে। 

নতুন এই ভিসার বিস্তারিত নিয়মনীতি জানার জন্য অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ভিসাসংক্রান্ত নতুন নিয়মের ফলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদনের অযোগ্য হিসেবে বর্তমানে বিবেচিত হচ্ছেন। 



নভেম্বর মাসে অস্ট্রেলিয়ান সরকার রিজিওনাল এলাকায় বসবাস ও কাজের জন্য দুইটি নতুন ভিসা চালু করতে যাচ্ছে। এ দু’টি ভিসা হলো রিজিওনাল এলাকাগুলোতে কোন চাকরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত এমপ্লয়ার-স্পনসর্ড রিজিওনাল প্রভিশনাল ভিসা এবং কোন স্টেট কিংবা টেরিটরির সরকার অথবা সক্ষম পরিবারের সদস্য কর্তৃক মনোনীত স্কিলড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসা। 



দু’টি ভিসাই হবে পাঁচ বছর মেয়াদী এবং এ ভিসায় আগত অভিবাসীদের জন্য রিজিওনাল এলাকাগুলোতে তিন বছর বসবাস ও কাজ করার পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করার সুযোগ থাকার সম্ভাবনা রয়েছে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top