সিডনী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


দাম্পত্য সম্পর্ক ভালো রাখার দশটি টিপস


প্রকাশিত:
৮ মার্চ ২০২০ ২১:১৮

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০২:৪৭

ফাইল ছবি

অনেক সময় ছোট ছোট কারণে তৈরি দাম্পত্য কলহ এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যা সংসার জীবনে সঙ্কট তৈরি করে, ফলস্বরূপ কখনো কখনো সংসার ভেঙে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয়। তাই জেনে নিন দাম্পত্য সম্পর্ক ভালো রাখার দশটি টিপস

* যে কোনো সমস্যা বড় হওয়ার আগেই পরস্পরের সঙ্গে কথা বলে নিন।

* এই সময় যৌন জীবনের প্রতি সঙ্গীর প্রতি কোনোভাবেই চাপ দেয়া যাবে না।

* সন্তান লালনপালনে বা সাংসারিক কাজে সঙ্গীকে সহায়তা করুন।

* আলাদা আলাদাভাবে দুজনে ঘুরে আসতে পারেন।

* মাঝে মাঝে বন্ধুবান্ধব বা পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটান। বাসায় দাওয়াত দিতে পারেন।

* স্বামীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতির মোকাবিলা করুন। কোনো পরিস্থিতিতেই নেতিবাচক চিন্তা-ভাবনাকে মনে গেড়ে বসতে দেবেন না।

* নিজের শখ নিয়ে কিছুদিন ব্যস্ত থাকতে পারেন- বাগান করা, পশুপাখি পালা ইত্যাদি

* দুজনই পরস্পরকে বিভিন্ন উপলক্ষে পছন্দের উপহার দিতে পারেন।

* পরস্পরের যে কোনো ভালো কাজে প্রশংসা করুন, সেটি যতই ছোট হোক না কেন।

* মতের অমিল হতেই পারে, সেই স্পেসটা তাকে দিতে হবে আবার আপনারটাও তাকে বুঝিয়ে দিতে হবে।

মনে রাখবেন, সংসারে কঠিন সময় আসতেই পারে, কিন্তু তার জন্য মুখের হাসি হারাতে দেবেন না।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top