সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


দেশে গত সাড়ে চার মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু আজ


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ২২:৪২

আপডেট:
১৪ অক্টোবর ২০২০ ২২:৪৩

 

প্রভাত ফেরী: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। যা গত সাড়ে চার মাসে সর্বনিম্ন।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬৮৪ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৯৭ হাজার ৪৪৯ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৪ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ১২ হাজার ৪৪৮ টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন। তাদের ১৫ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ও ৫ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top