সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


তুমি যদি : রোজী সিদ্দিকী


প্রকাশিত:
১ মে ২০২০ ১৯:৪৯

আপডেট:
১ মে ২০২০ ১৯:৪৯

 

তুমি যদি নদী হও
আমি হই জল
তীর ভাঙ্গা ঐ বুকে
বহি অবিরল ।
তুমি যদি পাতা হও
আমি হই ফল
দিবা নিশি ঐ দেহে
ঢালি পরিমল ।
তুমি যদি ফুল হও
আমি হই পাখি
পাপড়িতে ডানা মেলে
করি মাখা মাখি ।
তুমি যদি দিক হও
আমি হই বায়
শীতলতা নিয়ে লেগে
থাকি সারা গায় ।
তুমি যদি সাঁঝ হও
আমি হই ঝিঁ ঝিঁ
নিরবতা ভাঙ্গি সদা
মুখরতা খুঁজি ।
তুমি যদি রাত হও
আমি হই শশী
জোছনার আলো মেলে
শিয়রেতে বসি ।

 

রোজী সিদ্দিকী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top