সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


তৃষিতা : রওনক খান 


প্রকাশিত:
৬ মে ২০২০ ২১:১১

আপডেট:
৯ আগস্ট ২০২০ ২১:৫৫

 

পুড়ে পুড়ে খাক্ হয়, 
অন্তঃপুরের নিরুদ্ধ এক গৎবাঁধা হৃদয়। 
সূচনায় প্রেমহীন প্রাতঃরাশ 
মধ্যাহ্নের আলুনি পাতে    
বিধূর হিয়া কাঁদে বিরহ ব্যাথায়।

 

দিনান্তের আদিত্য,
গুটিয়ে পাখা বিদায়ের শেষ রং ছড়ায় 
তখনও চায়ের পেয়ালায় 
বন্দী দিনরাতের ফ্যাকাসে বলয়ে
নিত্য গীত ফিরে ফিরে আসে সুতীব্র ঝংকারে।
সাঁঝের তারারা ফিরে যায়, সুদুরে মিলায়
বিফল অভিসার।
আকাশ কেবলি তার ঘোর অমায় ছায়।

 

ঘনায় নিদ্রাহীন নিশি -- 
হৃদয়ের সুগভীর পল্লবে লুকায়
চকিত স্বপ্নের নানাবিধ রং
শিয়রে তখন উদভ্রান্ত প্রদীপ।   

 

অন্তরে নিরন্তর দাগকাটে নয়নের   নোনাস্রোত,
আকুল আঁখির ছায়ায় নিরিক্ত বাসনার
হাহাকার ওঠে। 
পরাভূত ইচ্ছেরাও পালায়, ছকবাঁধা দায়ে। 
অধরা ভূবন তার অপেক্ষায় ক্ষয়ে ক্ষয়ে 
প্রভাতের লালিমা রাত্রির সীমারেখা টানে 
বয়ে আনে আরও এক নবীন দিন
বিবর্ন মলিন --

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়: রওনক খান


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top