সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


শাদা কাফনের পাশাপাশি : টিপু সুলতান


প্রকাশিত:
১১ মে ২০২০ ২১:১৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৪:২৮

 

মহার্ঘ্য চোখ-দেখো,পা দুটো টলছে-

আরেকটু নিচের দিকে সাস্থ্যবান ঘাস
প্রতিদিনের হাওয়া-
স্লেটে দাগা অসহায় আয়ুর কপাল
একটা কচ্ছপের মতো মাথা উঁচু করে

খুঁতকাড়া মেশিনঘরে মিশে যাচ্ছে
অন্ধকারের চাঁদ,ডুবে যাচ্ছে-বৃক্ষ
-আনাচেকানাচে,রোদ-বৃষ্টির সঙে
ফোসকা ওঠা জীবিত রোজগার-
অভিমান মুখ ছাপাখানার মতো
ছাপিয়ে যায় নগর হতে শহর,বাড়ি
আজকাল মুখোমুখি লুকিয়ে দেখি

শপিংমল হা করে ডাকে,অদৃশ্যপ্রায়
শাদা কাফনের পাশাপাশি শুয়ে
এক এক ঈশ্বর;আমি-আমার চোখে
দুটো বিশ্বস্ত হাত-মৃত ভাবি,উত্তর ছাড়া-



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top