সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


প্রণমেষু রবীন্দ্রনাথ : জোবায়ের মিলন


প্রকাশিত:
১১ মে ২০২০ ২১:৩৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০১:০৭

 

এই ছিল তবে কথা!‘হৃদয় আসন’এ!
কিনু গোয়ালার গলি ধরে ‘বাঁশি’ বাজাতে বাজাতে
চলে গেলে, না বলেই!

‘অপেক্ষা’য় আছি, আসবে ‘সোনার তরী’-
বেয়ে ‘হৃদয় আকাশ’ ঘরে ‘প্রভাত উৎসব’এ
‘পুরাতন’ ধুলি স্বরে ‘নূতন’ ‘গীতোচ্ছ্বাস’ নিয়ে।
আমাদের ‘গুপ্ত প্রেম’ ‘ব্যক্ত প্রেম’ আর
‘অনন্ত প্রেম’ মিলবে ‘ক্ষণিক মিলন’এ- ‘সিন্ধুপারে’
সময় ‘অসময়’।
‘নগর সংগীত’ গেয়ে ‘রাত্রে ও প্রভাতে’ ভাসাব
‘সমুদ্রের প্রতি’ ‘কাব্য’ ‘খেয়া’।

‘ব্যর্থ যৌবন’ চলেছে ‘বৈরাগ্য’ কব্জায় নিয়ে
‘নিরুদ্দেশ যাত্রা’য়;
‘সঙ্গী’ ভালো করে বলে যাও ‘হৃদয় যমুনা’
আর ‘মধ্যাহ্ন’র রোদ হবে কি ‘বন্দী’-
‘ভুলে’!
‘মৃত্যু- এ’ই কি শেষ কথা? ‘বিদায়’
সে’ই ‘এক পরিনাম’? ‘মৃত্যু’ সত্য শব্দ, তবু ‘প্রতীক্ষা’-
দিনশেষে ‘বসুন্ধরা’য় ‘দুই বিঘা জমি’পর
আসিবে ‘মানসসুন্দর’ ‘পরশপাথর’।
‘সেকাল’এ ‘দুই পাখি’ ‘এক গাঁয়ে’ মিলে
মুছাব ‘ধূলামন্দির’ জ্বালাব ‘আলোক-ধেনু’ ‘অরূপরতন’।

‘পুকুর ধারে’ রয়েছি- ‘ক্যামেলিয়া’ ‘পুষ্প’ হাতে
বন্ধু, ‘ছুটির আয়োজন’ বা অবসর যদি পাও
চলে এসো। নতুন গান লিখে দিও
করে উপহার।


জোবায়ের মিলন
সহকারী বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top