সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


করোনাকালে রমজানের ঈদ : সৈয়দ আসাদুজ্জামান সুহান


প্রকাশিত:
২০ মে ২০২০ ২০:২৯

আপডেট:
১০ জুন ২০২০ ২০:৩৫

 

এসো সব ভেদাভেদ ভুলে গাই মানবতার জয়গান
জীবনের প্রয়োজনে জীবন, মনুষ্যত্ব হোক মহীয়ান
কোথায় এখন দম্ভ দেখাবে, কোথায় দেখাবে তেজ
অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র করোনার কাছে সবই নিঃশেষ।

অকাতরে প্রাণ দিয়েছে যারা, শোক নাহি সইবার
মৃত্যুর মিছিলে কোন মানুষ নেই লাশ কাঁধে বইবার
কারো কারো ঘরে অন্ন নেই, হয় না দুবেলা আহার
আজ অভাবীর সংসারের গ্লানি যেন কষ্টের পাহাড়।

দুর্বিষহ এই ক্রান্তিকালে রমজানের ঈদ দিচ্ছে ডাক
দূরে থেকেও একে অন্যের কষ্টগুলো করে নিই ভাগ
এমন ভক্তি ভরে করি প্রার্থনা, আল্লাহ্ খুশি হয়ে যাক
পৃথিবীর মানুষ ও প্রাণীকূল করোনা হতে মুক্তি পাক।

 

সৈয়দ আসাদুজ্জামান সুহান
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top