সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


প্রবাসে ঈদ : রওশন আরা রুশনী


প্রকাশিত:
২০ মে ২০২০ ২০:৩৯

আপডেট:
২০ মে ২০২০ ২০:৫৮

 রওশন আরা রুশনী

 

ঈদ মানেই অনাবিল আনন্দের পরশ
ভিন্নরকম অনুভূতি কিংবা
অতীতের তিক্ত বন্ধনকে দূরে ঠেলে
নতুন বন্ধনে আবদ্ব হওয়া।
কিন্তু প্রবাসীদের ঈদ মানেই
অন্যরকম কষ্টকে আলিঙ্গন করা।
প্রবাসের একটি ঈদ মানেই পরিশ্রান্ত মনকে
আরও কষ্টময় করে তোলা,
নামাজ পড়ে ঘরে এসে প্রিয়জনদের মুখ
কল্পনায় দাঁড় করিয়ে চোখের পানি ফেলে
কাজ নিয়ে ব্যস্ত থাকা।

 

রওশন আরা রুশনী
কবি ও সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top