সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


আই সি ইউ থেকে বলছি : ডা: মালিহা পারভীন


প্রকাশিত:
৯ জুন ২০২০ ২৩:০৫

আপডেট:
৬ আগস্ট ২০২০ ০৬:২২

ফাইল ছবি


অলৌকিক ছায়া মেখে শুয়ে থাকি
এপারের শেষ স্টেশনে ।
আমার শ্বাস গৃহে বাতাসের কৃপন প্রবেশ,
আমার দেহে যন্ত্রনার নীরব সমর্পন ।

নৈ:শব্দ ভেংগে ধীরে চলে দেয়াল ঘড়ি,
মনিটরে তরঙ্গিত অবশিষ্ট জীবন চিহ্ন।
ওষুধ আর মৃত্যু গন্ধ মাখা নির্মম জমিনে,
শ্বেত পায়রা সেবিকারা হাঁটে নিঃশব্দে ।

জাগতিক চাওয়ার হিসেব চুকিয়ে
আমায় গ্রাস করে স্মৃতির মৌন মিছিল ।
মস্তিস্কে খেলে বিকেলের নরম রোদ,
মায়াবতি মেঘে ভাসে একাকি শালিক ।

অন্তহীন এ যাত্রায় খোলা আকাশ চাই,
বৃস্টি দুপুর, চাঁদের আলো চাই।
দখিনা দুয়ারে বসন্ত বাতাস চাই,
মাধবি লতার দোলা চাই ।।

হাতে পায়ে বাঁধন নয়,
অক্সিজেন মাস্ক নয়,
অর্থহিন কথা চাই,
প্রবাহিত সুখ চাই।

বিদায় বেলায় প্রিয় স্পর্শ চাই
হাতের মুঠোয় সন্তানের হাত চাই ।
চাই চিরচেনা ঘর, উষ্ণ পাঁজর
লেবুগন্ধ মাখা ধোঁয়া ওঠা ভাত ।

যম আর যোদ্ধার রিলেরেসে নয়,
সফেদ চাদর ঘেরা কারাগারে নয়,
নিজের বিছানায়, কবিতার খাতায়
কুয়াশা সন্ধ্যায় স্নিগ্ধ প্রস্থান চাই ।

প্রার্থনার মায়াবি সুর চাই
আগরবাতির সুবাস চাই,
ঘর ভরা কান্না চাই,
ভালবাসাবাসি বিদায় চাই।

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top