সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মুহূর্তঃ দ্বিতীয় ভাগ : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
২৯ জুন ২০২০ ২২:৫৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:১১

হাবীবুল্লাহ সিরাজী

 

কুকুরের বাচ্চা আগলিয়া ব’সে আছি
মুগুর দেখাচ্ছে দারোয়ান
আর, মালকিন ভেতরে

জলাতংকের ভয়ে ডাকা হ’য়েছে পশুচিকিত্‍সক
পাশেই লেকেই মেরামত হ’চ্ছে সেতু
রোদ বাড়ছে তো চনমন করে খিদে
পাগলা কুকুর ব’লে কথা

কুকুর ও তার বাচ্চা, মালকিন এবং দারোয়ান
একদল হ’লে
বিপরীতে কেবল আমি
পশুচিকিত্‍সক কোন পক্ষে?

মায়া ভাসছিলো আর ঠান্ডা হচ্ছিলো পানি
চা-পাতা পড়েনি
ওদিকে সূর্য ওঠার আগেই নামলো বৃষ্টি

ময়নামতি পাহাড় থেকে ফোন আসার কথা
প্রস্তুত হ’চ্ছে আদা ও লবংগ
নজরুলের জন্মদিনে সন্ধ্যায় ফেসবুক-লাইভ

সেমিনারের বিষয় ছিলোঃ ‘সংহতির বিপর্যয়’
নারী-পুরুষ উভয়েই ব’ললেন

সে তো বিকেলের কথা
এখন রাত
আলো ও অন্ধকারের
নতুন সমীকরণ।

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top