সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


নক্শলবাড়ী (নেপালি কবিতা) : কবি পবিত্রা লামা


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ০০:২১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৫:৪৭

ছবিঃ পবিত্রা লামা

 

গণতন্ত্রের মন্দিরে
যখন খেলা হয় ক্ষমতার অবৈধ খেলা
প্রজাতন্ত্রের জরায়ুতে
বেড়ে উঠে যখন কূটনীতির উগ্র চারাগাছ

রাস্তাকে একদমই ভাল লাগে না যখন ভন্ডামীর পদক্ষেপ
মাটিকে একেবারেই পছন্দ নয় যখন সামন্তী গন্ধ

সংবিধান যখন বন্ধ করে দেয় চোখ
পতাকা দেখেনা ঘামের কোনো বর্ণ
লালফিতেশাহী যখন পদপিষ্ট করে চলে
সর্বহারা সরিসৃপের অঙ্গ-প্রত্যঙ্গ

ক্ষমতার ভীমকায় চোখ যখন দেখা বন্ধ করে দেয়
মাটি আকড়ে থাকা জীবেদের
ইতিহাসের হাত যখন লেখা ছেড়ে দেয়
অস্বচ্ছন্দ অক্ষরেদের

উপরিতল থেকে বলপূর্বক উপড়ে ফেলার পর
বিস্হাপিত বিচ্ছিন্ন পদক্ষেপেরা যখন
খিদের মশাল জ্বালিয়ে হেঁটে চলে জঙ্গল-জঙ্গল
চৌকিকে মনে করে শত্রু-শত্রু
জন্ম নেয় এক বেনামী ক্রান্তি...

শোষকের বুক বিদ্ধ করতে উদ্যত জঙ্গলী তীর
বাতাসে যত্রতত্র প্রসারিত বারুদের গন্ধ
ঐতিহ্যের সুবিধাযুক্ত রাজমার্গে
দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে ভন্ড ইতিহাস
এবং বিদীর্ণ হয়ে উঠে সময়ের দাম্ভিক অভিমত

ক্ষমতা বলে জঙ্গলবাদ
মিডিয়া বলে নক্শলবাদ।

 

অনুবাদ: বিলোক শর্মা (ডুয়ার্স, পশ্চিমবঙ্গ)

 

কবি: পবিত্রা লামা
দার্জিলিং, পশ্চিমবঙ্গ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top