সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


যারা পিতাকে চেনে না : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ২৩:৪১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:৪৮

 

আমার সত্তা পিতাকে চেনে,
তাই, আমার মন পিতৃত্ব বোঝে।
যারা নিজের সত্তা বোঝে না, তারা পিতৃত্ব বোঝে না।
যারা মাকে চেনে, তারা পিতাহীন নয়।
যারা পিতাকে চেনে না
কিংবা মা কখনও পিতার কথা বলেনি,
সমাজ তাদের বেজন্মা বলতে কি দ্বিধা করবে?

আমি হিন্দু কিংবা মুসলিম,
আমি বৌদ্ধ বা খ্রিষ্টান যা-ই হই,
আমার জাতিসত্তায় মিশে আছে বাংলাদেশ,
নেই কোন ভিন্ন পরিচয়।

আমি মাকে চিনি, বুঝি মায়ের শ্রেষ্ঠত্ব।
মায়ের কসম, আমি আমার পিতাকে চিনি।
আমি বিশ্বাস করি না পিতাহীন জাতিসত্তা।
যারা পিতাহীন জাতিসত্তায় বিশ্বাসী,
তারা পাপেপূর্ণ আড়ষ্ট সন্তান।

বাংলাদেশ, হে স্বাধীন বাংলাদেশ,
তোকেই আমি মা বলে জানি।
তোকে জেনেছি বলেই আমি জাতির পিতাকে চিনি।
যারা জাতির পিতাকে চিনে না, তারা মাকে চিনে না।

আমি কি বেজন্মা হতে পারি?
আমি কি ভুলতে পারি উনসত্তর, একাত্তর,
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ?
আমি কি ভুলতে পারি সাত-ই মার্চের জয়বাংলা ধ্বনি?
আমি কি ভুলতে পারি
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"?
তবে? তবে, আমার পরিচয় কি পিতৃহীন?

আমি নই বেজন্মা নষ্ট সন্তান কিংবা ভিনদেশি,
নই কোন পরিচয়হীন কুলাঙ্গার।
আমি জানি, বাংলাদেশ আমার মা, আমি বাংলাদেশি।
তাই মানি বাংলাদেশি জাতিসত্তা,
শেখ মুজিবুর রহমান এই স্বাধীন জাতির পিতা।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top