সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বিষ্টি মেয়ে বাদুলী : খালেক বিন জয়েনউদ্দীন


প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ২২:৩২

আপডেট:
১০ মে ২০২১ ২৩:৩৩

 

আকাশখানা মেঘলা মেঘের, আঁধার এল ঘনিয়ে,
ঝাউয়ের পাতায় বইছে বাতাস শনশনা শন শনিয়ে।
মেঘের ফাঁকে ভেঙচি কাটে বিষ্টি মেয়ে বাদুলী।
টাপুর-টুপুর সাজ পরেছে কন্ঠে কদম মাদুলী।
এখন বুঝি ঝপাৎ করে বাদল-দেয়া নামবে
অথই জলে মাঠ-প্রান্তর, ওই মেয়েটা ঘামবে।
পাকা সড়ক করবে স্নান ভাসবে সবুজ পল্লি
বাদুলীকে করবে বরণ ইট-পাথরের গল্লি।
ওই যে দূরে মেঘলাপরি দেখছি আষাঢ়-শাওনে
দাওয়ায় বসে পাইনা মজা মুড়কি-মুড়ি খাওনে।

 

খালেক বিন জয়েনউদদীন
শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top