সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


কিছু একটা হারিয়ে গেছে : শৌভিক চ্যাটার্জী


প্রকাশিত:
৫ আগস্ট ২০২০ ২২:০৩

আপডেট:
৫ আগস্ট ২০২০ ২৩:০৪

 

একটা কিছু লিখতে হবে।
লেখার আগে, এদিক ওদিক, আনাচকানাচ,
ওলটপালট করতে হবে;
একটা কিছু খুঁজতে হবে। সে সব কথা, বলতে হবে।
সকাল থেকে খুঁজছি অনেক,
এদিক ওদিক,তন্নতন্ন..
একটা কিছু লিখতে হবে।
সকাল থেকেই 'কিছু একটা'হারিয়ে গেছে।
হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক, অর্থকড়ি, মানসম্মান,
স্বপ্ন, সাহস, শ্বাসপ্রশ্বাস, পুত্র, স্বামী, মিত্র, প্রিয়ার
শেষ আশ্বাস, সে সব; আরো কিছু হারিয়ে যাবে।

আমার তবে সকাল থেকেই 'কিছু একটা' হারিয়ে গেছে।
গাছগাছালি, পর্ণমৃগ, নদীবরাবর আঁকতে গেলেও,
কয়েক কথা বলতে গেলেও, 'কিছু একটা'খুব দরকার।
আসলে, আমার অনেকটা সময় হারিয়ে গেছে,
যে সময়ের করতলে লেগে থাকা, 'আমি'টা হারিয়ে গেছে আসলে।
বহুকাল নিরুদ্দিষ্ট, কারো সন্ধান চাই না, 'আমি'টার।

গোপনে, গভীর ঘন সবুজ, অসূর্যস্পশ্যা উপত্যকার
কিনারায় দাঁড়িয়ে, এক ধাক্কায়, খুন করতে চেয়েছি, 'আমি'টা কে।
কী করে,বুঝি, ওই 'আমি'টাকে ঠিকঠাক,
যত্ন করে খুনটাও করতে পারি নি। সে যে বেঁচে আছে।
কিন্তু বাঁচলো কী করে?
মাঝে মাঝে ডাকে, সে ডাক,মারাত্মক,
এ পাহাড়, সে পাহাড়ে ঠোক্কর খেয়ে, তোলপাড়ে মাখামাখি করে।
দুর্বল, মাধবীলতা বেয়ে উপরে উঠে আসতে চায়।
বারবার লাথি মেরে, গভীর খাদে পাঠিয়ে দিই।
বলা কি যায়, উপরে উঠে এসে,সময়ের হিসেব কষে,
যদি আবার লিখতে বসে, একটা কিছু!

আসলে, কেউ জানে না, আমার ঠিক কী হারিয়েছে!
শুধু জানে, 'কিছু একটা'হারিয়ে গেছে।

 

শৌভিক চ্যাটার্জী
পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top