সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


নির্বিকার : কান্তি ভূষণ তরফদার


প্রকাশিত:
৮ আগস্ট ২০২০ ২২:৪৮

আপডেট:
৮ আগস্ট ২০২০ ২৩:০৯

 

আকাশ ঘিরে মেঘের মাতম - বৃষ্টি নেই। 
বিশ্বজুড়ে ধ্বংস দেখি - সৃষ্টি নেই।
ক্ষেতের ফসল পুড়ছে খরায় - বিনষ্ট সব।
শ্রাবণ মাসেও চৈত্রদাহ - চাতক সরব।

শরত আছে, নেই শুধু তার মিষ্টি রোদ।
সূর্য যেন আগুনচোখে ঢালছে ক্রোধ।
হেমন্তের ঐ হিমেল হাওয়া কোথায় আজ?
বসন্ত নয়, গ্রীষ্মই এখন নিসর্গরাজ!

উঠছে দালান দিক-বিদিকে - বিশ্বায়ন।
পাল্লা দিয়ে বাড়ছে সাথে উষ্ণায়ন।
গড়ছে নানান নগর, প্রদেশ, সভ্যতা;
পাহাড় কেটে অনেক সহজলভ্য তা।

গলছে বরফ হিমালয়ের - পুড়ছে বন।
শহরগুলো গুনছে ডোবার সন্ধিক্ষণ।
মহাসাগর ফুঁসছে রোষে; জলদানব
হানছে আঘাত উপকূলে; কি তান্ডব!

নদীগুলো হচ্ছে ভরাট - ভাঙছে পাড়।
নির্বিচারে হচ্ছে সকল বন উজাড়।
কারখানাতে উড়ছে ধোঁয়া - বিঁষছে বায়ু।
দিনে দিনে সব মানুষের কমছে আয়ু।

বিশ্বমানব দেখছে সবই - নির্বিকার!
করছে না কেউ নিজের থেকে দায়-স্বীকার।
বিপন্ন এই গ্রহের দিকে দৃষ্টি নেই।
বিশ্বজুড়ে ধ্বংস দেখি - সৃষ্টি নেই।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top