সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আমি কে : সাজিব চৌধুরী


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:০৭

ছবিঃ সাজিব চৌধুরী

 

আলো থেকে অন্ধকার
নাকি অন্ধকারে জন্ম নেয় আলো,
বিগব্যাং থিওরি আমাকে প্রশ্ন করে।
অন্ধকারে ডুবে থাকা অজানা মহাশক্তি যেদিন
বিস্ফোরিত হয়, আলো হয়ে যায় মহিয়ান।
সংখ্যাতত্ত্ব হাবুডুবু খায় আমার মগজে।
তাহলে নিরপেক্ষ কে, শূন্য নাকি এক?
ধনাত্মক-ঋণাত্মক দোটানার মাঝে
নিরপেক্ষ সত্তার
হিসাবখানি আমাকে বড্ড ভাবায়।
আমি কি শূন্যের মাঝে ঘুরি,
আমি কি শূন্যের মাঝে হাসি,
তবে কি শূন্যের মাঝে আমার বিলিন?
আমি ধনাত্মক হলে, হয়ে যাই পক্ষপাতদুষ্ট,
ঋণাত্মক হলেও হতে পারি না একনিষ্ঠ।
শূন্য থেকে শুরু নাকি এক থেকে শুরু?
মহাবিশ্ব কি শূন্যের লালিত সন্তান?
অন্ধকারে যদি হয় আলোর জন্ম,
কেন আমরা আলোর পূজারী?
আমি সিদ্ধান্ত নিতে পারি না।
এবড়োখেবড়ো ভাবনাগুলো আমাকে
কখনও প্রজ্বলিত করে,
কখনও কখনও নিষ্পেষিত করে।
মাঝেমাঝে ফিরে যাই একক সত্তায়,
আবার কখনও শূন্যের প্রস্তাবে ফিরে আসি।
আমি মরতে চাই না বিশ্বাস-অবিশ্বাসের অন্ধকূপে।
আমি চাই মুক্তির থিওরি।
আমার অজ্ঞেয় চেতনার বাঁধ ভেঙে দাও,
জানিয়ে দাও আমি কে।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top