সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


মন্দ হতো কি? : ফারজানা ফেরদৌস


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:৪১

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৮

 

আরো একটু প্রেমময় লেখা লিখতেই পারতে
যেমন ধর, তোমার ভেতরের আকুতি,
আমাকে নিয়ে আকাশ সমান ভাবনা তোমার,
ডানায় ভর করে স্বপ্নের বাগানে বিচরণ
যা পড়তে গেলে দু'চোখ বয়ে   
সুখের বৃষ্টিধারা নামবে।
হৃদয় জুড়ে সুখের জলকেলিরা
জল সরোবরে হাঁটু পানি নেমে
জ্যোৎস্না আলোয় মাখামাখি করবে
আর অনুভূতিগুলো আকাশ ছুঁবে।

আরো একটু সুন্দর করে লেখা যেতেই পারত
যেমন ধর, প্রজাপতি ডানার সব ক'টি
রঙের সাথে মিলিয়ে-
আমাকে নিয়ে তোমার ভাবনা। 
লেখতে পারতে কুড়ি থেকে গোলাপ মেলতে মেলতে সুরভিত পাপড়ির রং গন্ধ আর রূপের কল্পনারাজির কথা।
যা পড়তে পড়তে সুখ সাগরে ডুব দিয়ে ভেসে উঠার কথা কখনো কোনদিন আর ভাবতে না পারতাম।

ভেবে দেখো, আরো একটু অন্যভাবে লিখতে পারতে
যেমন ধর, দূরের কোনো ট্রেন ভ্রমণে
জানালার বাহিরে হাত বাড়িয়ে কুমারী বৃষ্টির গাল ছোঁয়ার অনুভূতিতে আমার কথা মনে করা,
নারিকেল-জিন্জিরাতে ঘুরতে গিয়ে আনমনে আমাকে খোঁজা,
উঁচু পাহাড়ে উঠতে গিয়ে খুব ভয় পেয়ে
আমার কথা ভেবে নিজেকে শান্ত রাখার কথা
লেখতে পারতে --------
পড়তে পড়তে অশ্রু জলে সিক্ত হলে
খুব মন্দ হত কি বল?
আরো একটু ভালোবাসাই আদরে মাখামাখি একটি কবিতা লিখতে পারতে আরো একটু আপন ভেবে-
পারতেই তো বল?

 

ফারজানা ফেরদৌস
ঢাকা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top