সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


এদিক থেকেও দ্যাখো (নেপালি কবিতা) : কবি ড. রাজেন্দ্র ভন্ডারী


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৮

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৪:৫২

ছবিঃ কবি ড. রাজেন্দ্র ভন্ডারী ও অনুবাদক বিলোক শর্মা

 

কবি: ড. রাজেন্দ্র ভন্ডারী (কালিম্পঙ, পশ্চিমবঙ্গ)
অনুবাদ: বিলোক শর্মা

 

ওদিক থেকে মাত্র কত দেখবে?
এই যে! এদিক থেকেও দ্যাখো তো
কিভাবে ভোঁ-ভোঁ করছে মৌমাছির গোলা
মৌচাকের খোঁজে।

তুমি বছরের পর বছর চেরাই করলেও
গাছগুলো ঢলে যেতে চাইছে না
অঙ্কুরিত হওয়াই বা বন্ধ কোথায় চারাগুলোর?
তুমি যতই দাবানল ছড়াও না কেন।

ক্ষেতজমিতে জীবন ফোটাতে তৎপর রয়েছে বর্ষাবন
ভুট্টাক্ষেতে ঘুঘুপাখি ছাড়েনি প্রণয়ের কূজন।

হাড়েদের ক্ষয়িষ্ণু বলে ভেবেছো কি?
এরা তো আবার নতুন সমূহে পরিণত।
যতই কাটো না শাখাপ্রশাখা
তাদের শিকড় তো পাতাল অবধি গড়িয়েছে।

দেখতে না চাইলে না দেখুক স্যাটেলাইটটি
কাঞ্চনজঙ্ঘার আন্ত্রের আগুন।
সেই আগুনে সমুদ্রই এখন তপ্ত।

ওহে স্যাটেলাইটের প্যারাগ্লাইডিং চোখগুলো
এই যে! দ্যাখো এদিকেও
কিভাবে জ্বলজ্বল করছে করাতগুলো
নিরস্ত্র অর্কিডের পিঠজুড়ে।
এই যে! দ্যাখো এদিক থেকেও
স্পষ্টতই দেখতে পাবে
অন্যের শরীরে নিজের চেহারা সাঁটালে কেমন হয়?
দ্যাখো এদিক থেকেও।

(কবি ড. রাজেন্দ্র ভন্ডারী একজন অগ্রিম পংক্তির বিশিষ্ট ভারতীয় নেপালি কবি। এই কবিতাটি তার 'ইয়তাবাট পনি হের'-এর বঙ্গানুবাদ)

 

বিলোক শর্মা
কবি, লেখক, অনুবাদক, ডুয়ার্স
, পশ্চিমবঙ্গ



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top