সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


লেবাস : সাজিব চৌধুরী


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:১২

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১২:২৩

সাজিব চৌধুরী

 

হাঁটছি আমরা ঠিকানাহীন মৃত্যুউপত্যকায়।
লক্ষ বছর ঘোরার পরে হিসাবের বই খুলি,
হিসাব শেষে খুঁজে পেলাম বাদ-বিবাদের দেনা।

এখানে মিথ্যা হাসে সত্যলেবাস পরে,
চলছে তারা গোপন নথির উল্টো পথে-পথে।
তারা গুজব নিয়েই প্রমাণবিহীন নিশান ওড়ায়,
আবেগ মেখেই সত্য খোঁজে।

আমরা এখন বলাৎকারের সূত্র খুঁজি,
ফোকর খুঁজি ধর্ষিতাদের,
সাধুর বেশে করতে পারি খুনখারাপি,
গাইতে পারি নষ্টলোকের পক্ষে সাফাই,
মারতে পারি সত্য বলার শক্তি যাদের।

এখন প্রতাপ দেখি, যুক্ত যারা যুক্তিছাড়া মুক্তিবাদে,
সত্যিকারের সত্য হারায় অন্ধকারের দ্বন্দ্বথাবায়।
এখন বিচার দিলে খোদার কাছেও,
অত্যাচারির চামড়া জ্বলে।

সত্যকে আজ মিথ্যা বানাই
কুটকৌশলের হিসাব-যাঁতায়,
চাবুক চালাই লঘুর পিঠেই গরিষ্ঠতার গর্ব মাথায়।
দ্বান্দ্বিকতার পেখম মেলে সত্য খুঁজি গ্রহান্তরে,
হিসেব মিলাই মহাকাশে যোজন যোজন দূরেই বসে।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top