সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


শেখ হাসিনা : হাবীবুল্লাহ সিরাজী 


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ২১:৪৫

আপডেট:
১৯ অক্টোবর ২০২০ ২৩:১৪

ছবিঃ হাবীবুল্লাহ সিরাজী 

 

একটা দোয়েল এঁকে ছেড়ে দিলে
শাদা ও ধূসর ছবি হ'য়ে প্রান্তরে মাখামাখি করে
গ্রীষ্ম

একটা কাঁঠালপাতার ছবি আঁকা হ'লে
আপনমনে পুকুরে নেমে সাঁতার দেয়
বর্ষা

চলনবিল থেকে লাল ও সবুজ তুলে
মতিঝিলে শাপলা আঁকা হ'লে
শরৎ

একটা ইলিশের চোখ আঁকা শেষ ক'রে
পদ্মা-মেঘনার স্রোতে উজান বাইলে
হেমন্ত

শিমুলও আঁকা হ'য়েছিলো ভরদুপুরে
যতো তুলো ভেসেছিলো শহিদমিনারে
শীত

সুন্দরবনের বাঘ আঁকা শেষে
বঙ্গোপসাগর নিয়ে মাতে প্রিয় বাঘ
বসন্ত 

বাংলাদেশ আঁকা হ'য়েছিলো ব'লেই
আমাকে স্বপ্ন দেখার সাহস দেন
শেখ হাসিনা

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top