সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


হে নারী, নিজেকে লুকিয়ে রাখো : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২ নভেম্বর ২০২০ ২১:৪৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৫৮

ছবিঃ সাজিব চৌধুরী

 

সকল আকাঙ্ক্ষা পুরুষের, সকল কামনা পুরুষের।
নারীদের কোন ইচ্ছে থাকে না;
নারীদের কোন কামনা থাকে না।
পুরুষের ইচ্ছে, নারীর ইচ্ছে;
পুরুষের কামনা, নারীর কামনা।
পৃথিবীর সমস্ত সৌন্দর্য পুরুষের জন্য।

হে নারী, নিজেকে লুকিয়ে রাখো।
রাস্তা, পার্ক, রেস্টুরেন্ট, আড্ডা তোমার জন্য নয়।
তোমার ঠিকানা এ'ঘর থেকে ও'ঘরে।
ইচ্ছেমত বের হইও না;
পথেঘাটে কুকুরের দল ওঁৎ পেতে আছে।
তুমি ধর্ষিত হবে তাদের বর্বর চোখে;
মুহূর্তেই তোমাকে কামড়িয়ে দেবে।
এদের কোন দোষ নেই।
দোষ হবে তোমার, দোষ হবে তোমার পোষাকের।
তুমি রক্তাক্ত হলে কেউ তার দায় নেবে না।
কারণ, তুমি নারী; তোমার মর্যাদা এতটুকু।

হে নারী, অপেক্ষা করো
কুকুরগুলো মানুষ হওয়া পর্যন্ত,
তোমার অধিকার প্রশস্ত হওয়া পর্যন্ত।
এরা সভ্য হলে আমি নিজেই জানিয়ে দেবো।
ততদিন বন্দি থাকো,
ততদিন ইচ্ছাকে আটকে রাখো,
নিজেকে আড়াল রাখো এদের লুলুপ দৃষ্টি থেকে।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top