সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


ঘাস ফুল ও কুয়াশার গল্প : মালিহা পারভীন


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২০ ২০:২০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৯:০২

মালিহা পারভীন

 

কুয়াশা আকাশে আজ ধুসর যে গল্প,
আমায় চিনেছো তুমি তার চেয়ে অল্প।
কিছু কথা না হয় আজ থাকুক ঢাকা,
জীবনের ক্যানভাস থাকুক ফাঁকা।

না হয় উঠুক বেজে স্মৃতির নুপুর,
না হয় হৃদয় জুড়ে মেঘলা দুপুর।
না হয় অভিমান আসুক ফিরে,
ভুলে যাওয়া ভূল সুর বাজুক ধীরে।

না হয় হাজার ভীড়ে হারিয়ে গেলাম
ঝ'রে পরা ফুল হয়ে শিশির পেলাম।
না হয় বাকি পথে ধুলির দেনা,
না হয় চেনা তুমি হলে অচেনা।

সময়ের চোরাবালি আর সেই গল্প
ঘাস ফুলে কিছু প্রেম রয়ে যায় অল্প। 

 

মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক
সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top