সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


৩৬৫ দিন : ডা. রোকশানা শরীফা


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২০ ২২:৫৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৩৮

 

অনেক কষ্ট সয়েছে তোমার দেহ
আমাজনের দাবানলে পোড়া ক্ষত
সেরে উঠেছে মাত্র।
ভূমিকম্পে চৌচির হয়েছে তোমার ত্বক,
বন্যা ও ঝড় আঘাত হেনেছে শত
বিপদ কাটিয়ে তুমি সুস্থির হয়েছো যে বারবার।
পায়ে তোমার নুপুর ঝর্ণা নদী,
মাথায় পাহাড় মুকুট
আকাশ আঁচল সুনীল, অসীম, প্রসারিত নিরবধি।
কিন্তু তোমার দেহের ভিতর বাস করে যে “মানুষ” নামের হৃদয়,
শত মৃত্যুতে ম্রিয়মাণ সে যে -
অসুখের বিষে ভরে গেছে তার অলিন্দ আর নিলয়।
সময়ের কক্ষপথে ঘুরে গেছে ৩৬৫ দিন,
আজও অবরুদ্ধ তোমার মানুষ -
বসুন্ধরা, এ আঘাত তোমার দেহে নয়, লেগেছে তোমার আত্মায়
করোনা নামের ক্ষুদ্র জীবাণু ধ্বংস করছে জীবন তোমার
আঘাত হেনেছে সত্তায়।
আত্মাবিহীন দেহ বেঁচে থাকে কেউ কি শুনেছো হায়!  
মানুষবিহীন এই পৃথিবীকে কখনো কি ভাবা যায়?
মানুষ পেরেছে, মানুষই পারবে দূর করে দিতে মরণব্যাধির ঘোর
মহামারীর আঁধার সরিয়ে মানুষই আনবে ভোর।
দিন-রাত্রির গবেষণা সে যে, নয়তো সে পরিহাস
যুগে যুগে আছে তারই প্রমাণ ঘেঁটে দেখো ইতিহাস। 
করোনা নামের করুন গল্পে জুড়ে দেবো পাদটীকা
যুদ্ধ কাতারে দাঁড়াব সবাই নিয়ে প্রতিরোধ টিকা।
রোগমুক্ত সুস্থ পৃথিবী আবার উঠবে হেসে
এক ভুবনের সকল মানুষ একাত্মে ভালোবেসে।

 

ডা. রোকশানা শরীফা
কবি, ফ্লোরিডা, ইউ এস এ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top