সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


নফসে আম্মারা ও মুতমায়িন্না : এনামুল হক টগর


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ১৯:৩৭

আপডেট:
২৩ জানুয়ারী ২০২১ ১৯:৪০

 

কপালের মাঝামাঝি নফসে আম্মারার রং হতে পারে মলিন হলুদ প্রাণশক্তির বিচিত্র ঢং!
সে আমিত্ব ও অহংকারের লালসায় মায়াবী সিরকার রূপ ধারণ করে হয় নব নব
আজব,
আর প্রতারণার কৌশল ছলনাই তার অসত্য স্বভাব!
মানব দেহে নফসে আম্মারার লোভ ও মোহ
সিরকার সাথে মিশে ধোঁকা দেয় বিরহ
ওয়াস-ওয়াসিল খান্নাস কামে অসহ্য!
তপস্যায় ও গবেষণায় সিরকাকে চিনে নাও পরশ পাথরে নিখুঁত!
তাকে মধু থেকে পৃথক ও বর্জন করো আধুনিক জ্ঞানের প্রগতি।
আসল মধুটুকু ভক্ষণের চেষ্টা করো বাতেনি ও গুপ্তজ্ঞানের মতি! 
নফস রোগাক্রান্ত ব্যক্তি নবীর সত্য তরিকা গ্রহণ করলে শফথে পুরস্কার,
কামেল ওলির নূরের হেদায়েত তাজাল্লির গভীরেই চেতনা সংস্কার।
নফসকে রোগমুক্ত পরিশুদ্ধ ও পরিষ্কার করে দেয় বিদগ্ধ ও স্বচ্ছ আলোতে বিভোর!
আল্লাহর দয়া ও নবীর রহমত দান করলে মাকামে রূহানীতে উন্নতি লাভ সফল সরল!
তিনি আল্লাহর জাতপাক নূরে মিশে যেতে পারলেই ফানায় বোধ!
তখন নফসে আম্মারার আমিত্ব ক্রোধ 
অহংকার ও বাসনার লোভ বিনাশ বিস্ময়!
আর ধীরে ধীরে নফসে মুতমায়িন্নার প্রশান্ত হয়,
সন্তুষ্টচিত্তে ও সন্তষ্টভাজনে আল্লাহর দাসের পরিচয়!
তখন জীবন সুখ শান্তি ও অমৃত প্রেমের ভালোবাসায়,
আনন্দ উপভোগ করে চিরন্তনে মিশে অক্ষয়।
প্রশান্তময় মানবের অন্তরেই হেদায়েতর মহব্বত ও নূরের আবাদ!
যেন নফসে আম্মারার পাপ প্রবৃত্তি ও লোভ থেকে মুক্ত এক মহানদ!
তাঁর চোখ তখন নূরের আরশ সদৃশ্য ভেদ দেখতে পায় বিস্ময়,
যার উপর হযরতে রাহমান সমাসীন জ্যোতির্ময় ও মহানূরে উদয়!
তাঁর উপরই আল্লাহর আহকাম ও এলহাম
নাজিলে মহাভেদ পরিচয়।
নফসে মুতমায়িন্নর প্রকাশ পরিচয় লাভই গুপ্তজ্ঞানে চৈতন্যময়।

 

এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top