সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মুহূর্ত (সপ্তম ভাগ) : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৮

 

মেঘের গতরে ছায়ার পোশাক
মায়ায় শ্রাবণ-পাল
নদীর বাল্যকাল
নিশির নৃত্যে কূল ও অকূল
বিলাসে বিজলি-হাল
নদীর মিলনকাল ।
ভুবনের চোখ পবনের ভার
অশোকে তপন-ঢাল
নদীর নিদ্রাকাল 

আপদসমূহ
বোঝাও দুরুহ
দেখা মেলা ভার
রক্তে কে কার
অর্ধ সত্য অর্ধ মিথ্যা
ঘৃণা-ভালোবাসা

কাফন হাতে নাও হে বান্দা
কাফন হাতে নাও
জলদি সরাও রঙের আয়না
আকাশ ঢেকে দাও
দুনিয়া কাঁধে শাদা তুমি
দুনিয়া কাঁধে শাদা
কালো কি তাই মনের জখম
দিন ও রাতের ধাঁধা ।। 

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top