সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


দুটি কবিতা : ফারুক নওয়াজ


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫১

আপডেট:
২৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪০

ছবিঃ ফারুক নওয়াজ

 

নিশিবসন্ত

জলের মুকুরে চাঁদ দেখে মুখ
পৃথিবীতে উঁকি দিয়ে
পুবাল হাওয়ার মৃদু শিহরণে
ঢেউ ওঠে উছলিয়ে
নির্ঘুম চোখে গুঞ্জন তোলে
সোনালিকা মধুমাছি
ঝাঞ্জির ঝোপে ঝাঁঝর বাজিয়ে
ঝিঁঝি বলে, ভালো আছি।

মাইক ফুলের শাদা পাপড়িতে
কালো প্রজাপতি দোলে
ঘুম ভেঙে গিয়ে নীল কাকাতুয়া
পাখনার ভাঁজ খোলে
নিশিসারসের শ্বাসপ্রশ্বাসে
বাঁশপাতা ওঠে কেঁপে
ঝাবুকের সুর শুনে মনে হবে
বৃষ্টি নামল ঝেঁপে।

শেওলার ফাঁকে চিচি সুর তুলে
পানিকাক ওঠে ডেকে
জেগে ওঠা চরে গাংপাখিগুলো
ডানা ঝাড়ে থেকে থেকে
দূরবনে সেই শব্দের রেশ
শিঞ্জিনী হয়ে বাজে
কী যে বিস্ময় অপার কাহিনি
ফাগুনরাতের সাজে।

কীযে অপরূপ স্বপ্নমেদুর
মহুয়ার বনজুড়ে
দীপকণা জ্বেলে নীলজুনিগুলো
খেলা করে উড়ে উড়ে
তোলপাড় তোলে তরুনিসর্গ
নিশিবসন্ত রূপে
কালিদাস তাই দুলেছে আবেগে
ছন্দ-অনুষ্টুপে।

 

ফাগুন আসলে আসুক

ফাগুন আসলে আসুক ফাগুন
আমি কি করব বলো
শেষের শিশিরে ভিজে গোলাপের
আঁখিদুটি ছলোছলো।
আমি কি করব ডাকলোই যদি
পলাশের বনে কুহু;
আমি তো শুনছি ধূসর ঘুঘুর
মনকাঁদা উহুউহু।

আমি তো শুনছি আমলকি বনে
বিষাদ তুলছে হাওয়া
আমি তো শুনছি পাতায় পাতায়
ক্রন্দন বয়ে যাওয়া।
আমি কি করব ঐ নীলপাখি
ফুটুক পিউলি ফুল;
চামেলি লুটাক ঘাসের আদরে
শিস দেক বুলবুল।

যাক বয়ে যাক তুরাগের ঢেউ
কুমার নাচাক জল
আমাকে ডাকাই হবে ফাগুনের
নির্মহ নিষ্ফল।
আমি কি করব তারামঞ্জরি
পাপড়ি ঝরায় যদি
চাকমা মেয়ের ঘুঙুর ডুবালে
ডুবাক ঘুংরু নদী
আমি কি করব দূরের বাঁশির
সুর যদি আসে ভেসে
আমি কি করব-- ফিরুক ফাগুন
মাঘের মতন এসে।

চৈত্র বোশেখ মাঘ ফালগুন
সমান আমার কাছে
নিত্য আমার চোখের আকাশ
শ্রাবণ ছাপিয়ে আছে।

 

ফারুক নওয়াজ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top