সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দেখার রেখায় : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:০৯

ছবিঃ : মোহাম্মদ ইলইয়াছ

 

অস্ত যাওয়া সূর্য দেখেছি, তারাভরা রাত দেখেছি
সখার নিরবতা দেখেছি,রাতের গভীরতা দেখেছি।
তবু্ও রাত টানে তার বুকে-
আমিও চেয়ে থাকি তার মুখে!
জোছনার ভরা যৌবন দেখে তা শতবার এঁকেছি।
প্রিয়ার মতো,ওষ্ঠ-ললাট-বাহু,নির্মল হাসি দেখেছি।
কেন- রাতের জোছনা দীপ্তি ছড়ায়-
কেন- রাতের জোছনা আমাকে জড়ায়?
ঘুমভাঙা মিষ্টি-সকাল, রোদ ঝলমল আকাশ দেখেছি-
ফুটন্ত গোলাপের তাজা ভোরের নিশির শিশির মেখেছি।
আমি যে ডুবছি তা খুব বুঝছি-
ডুবুরির মতো হারানো মুক্তা খুঁজছি...
এই দেখার শেষ কোথায় আমার প্রাণের শখের সখ্য?

 

মোহাম্মদ ইলইয়াছ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top