সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বৃষ্টিস্নান : তাহমিন সুলতানা


প্রকাশিত:
২৪ মার্চ ২০২১ ১৮:৫৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২১:২৯

 

আজ সকাল থেকে তুমুল বৃষ্টিতে
চারিদিক তোলপাড় যখন,
তুমি এসে বললে, চল ভিজি! 
আমরা ছুটে বহুদূর...!
পলাশে, অশোকের হাত ধরে,
কেয়াদের সাথে ভিজলাম।

ঘাসগুলো নরোম কোমল,
জলধারা ধেয়ে চলে পাহাড়ের ঢালে,
মাথা দুলিয়ে আমাদের সাথে
আকাশ চুম্বি বৃক্ষরাজি,
নাম না জানা পাখিদের কুহুতান!
আমাদের এই হঠাৎ বৃষ্টিস্নান কে স্বাগত করে।

তুমি আমায় এই যে ভালো লাগায় ভরিয়ে দিলে, 
এ আমি ভাল বেসে নিলাম।
ভাল লাগাগুলো এমনি,
যখন তখন হাত বাড়িয়ে দিয়ে বলে
আয়, চলে আয়, ভুলে যা সব দুঃখ, 
কে কত কষ্ট দিলো! থাক পড়ে থাক,
বৃষ্টির তুমুল বর্ষণে,
নির্মল প্রকৃতির মতো শুদ্ধ হবি চল!

আমি আর তুমি
আজ, আর অন্য কোন দিন...!! 
এভাবেই 
বৃষ্টি স্নাত হবো চিরদিন, চিরদিন!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top