সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা কই? : জাহানারা নাসরিন 


প্রকাশিত:
২৫ মার্চ ২০২১ ১৯:০৮

আপডেট:
২৫ মার্চ ২০২১ ১৯:৪৪

 

মায়ের মুখে শুনছি কত মুক্তিযুদ্ধের গল্প,
তা থেকে আজ শুনাতে চাই খুব বেশি না অল্প।
একাত্তরের পঁচিশ মার্চের ভয়াল কালো রাতে,
নির্বিচারে পাকসেনারা রক্তখেলায় মাতে।
ক্ষিপ্ত হলো কুকুরগুলো সাথে কামান ট্যাংক,
জ্বালিয়ে দেয় ঘরবাড়ি আর উড়ায় অফিস ব্যাংক।
শহিদ হলো শত শত তরতাজা সব প্রাণ,
চারিদিকে ভাসছে কেবল রক্তনদের ঘ্রাণ। 
গুলির চোটে বাবা গেল গেল নানা-নানি,
সব হারিয়ে মায়ের চোখে ঝরতো শুধু পানি।
তখন আমি মায়ের কোলে ছিলাম ছোট্ট খোকা,
আমায় নিয়ে যেদিক যেতো মা খেতো যে ধোঁকা।
পথে ঘাটে ঘুরছি কত মায়ের আঁচল ধরে,
মা আমাকে বাঁচতে শেখায় নিজে মরে মরে।
সব মেনেছে মায়ের কেবল স্বাধীনতা চাই,
ভাবছিল মা স্বাধীন দেশে দুখ যাতনা নাই।
রক্তে ভেসে অবশেষে মুক্ত হলো দেশ,
স্বাধীন দেশে মা কি পেল একটু সুখের লেশ?

উচ্চশিক্ষা নেবো ভেবে গেলাম মাকে ছেড়ে,
সন্ত্রাসীরা হামলা করে প্রাণটা নিল কেড়ে।
কবরদেশে শুয়ে শুনি মায়ের আর্তনাদ, 
চার যুগেও মা পেল না স্বাধীনতার স্বাদ।
আজো কেন চারিদিকে রক্তচোষার দল,
উন্মাদনায় হুঁশ হারিয়ে করছে নানান ছল।
মা বোনেরা নেই নিরাপদ বাহির কিবা ঘরে,
স্বাধীন দেশে তাদের ওপর হামলা আজো করে। 
জ্যান্ত মানুষ পিটিয়ে মারে সাপের মতো করে,
প্রতিদিনই শোকের মাতম চলছে ঘরে ঘরে।
কবর দেশে শুয়ে এসব কেমনে বলো সই,
আমার মায়ের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা কই?

 

জাহানারা নাসরিন 
সহকারী শিক্ষক 
দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কোম্পানীগঞ্জ, নোয়াখালী

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top