সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


পৃথিবীতে শান্তি চাই : সাজিব চৌধুরী


প্রকাশিত:
২ জুন ২০২১ ২১:১৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৭:০৮

 

ইতিহাসকে একবার ছুঁতে চাই, মানব সভ্যতার ইতিহাস।
এতো মহাজন এলো গেলো, হলো সভ্যতার চাষাবাদ, জাতিতে জাতিতে হলো সংঘ,
তবু কেনো দানবরা পৃথিবীতে চষে বেড়ায়?
কেনো তারা খামচে ধরে মানবতার ইতিহাস?
কেনো হিরোশিমা নাগাসাকিতে মানবিকতা হারিয়ে যায় পারমাণবিকতার ঝাঁঝালো ঘ্রাণে?
ফোরাত নদীর তীরে বসে মেসোপটেমীয় সভ্যতা কেনো কাঁদে?
আফগানে কেনো চলে মৃত্যুপুরীর গল্প?
রোহিঙ্গারা কেনো দিশেহারা হয়ে স্বদেশে পরবাসী?
ফিলিস্তিনে কেনো উঠে বারবার শোকের মাতম?
গো-হত্যার অপবাদে কেনো রক্তধারা প্রবাহিত বৈদিক সভ্যতায়?
মানুষের রাজ্যে মানুষ হয় বিকিকিনি,
দাসত্বের উর্ণজাল এখনো বিস্তিত মনের কৌটায়।
শুনেছি, আমরা নাকি সভ্য হয়েছি,
এলিয়েনের খোঁজে ঘুরছি এখন মঙ্গল গ্রহে,
তবে একবার ঘুরে দেখো বাংলাদেশ থেকে আফ্রিকার গহীন অরণ্য,
চেয়ে দেখো অনাহারী শিশুর জীবন্ত কঙ্কাল,
কষ্টে সাদা-কালো মেঘ ভারি হয় নীলাম্বরে,
মানব সভ্যতার ইতিহাস ধর্ষিতার রক্তে আঁকা ছবি,
কৃষ্ণাঙ্গের বিদেহী আত্মার অভিশাপ ইতিহাসের পাতায় পাতায়,
এখনো উঁকি দেয় সাম্রাজ্যবাদের করাল গ্রাস,
মুখোশধারী দানবের প্রেতাত্মারা কেড়ে নিচ্ছে পৃথিবীময় উড়ন্ত শান্তির পায়রা।
তবে কি পৃথিবী হতে চলেছে স্বৈরাচার কিম-এর ক্যাম্প টুয়েন্টি টু?
ধর্ম তো মানবতার কথা বলে,
তবে কেনো পৃথিবীময় ঢুকিয়ে দিচ্ছো নতুন মিথস্ক্রিয়ায় তৈরিকৃত উগ্র ফরমালিন?
কেনো ধর্মের ইন্দ্রজাল ছড়িয়ে ধর্মকে করো অপমান?
এখনো খুঁজে পাই মানুষ হত্যার গুপ্ত আস্তানা,
হিংস্রতা,বর্বরতা, সন্ত্রাসবাদ কেনো ছিনিয়ে নেবে স্রষ্টার সৃষ্টি,
তবে কি তোমরাই স্রষ্টা?
তোমরাই কি মৃত্যুদূত ধ্বংসের গুপ্তসহচর?
আমি মানি না তোমাদের ওসব নষ্টামি।
ছেড়ে দাও ভণ্ডামির কারসাজি, ছেড়ে দাও বর্বরতার উদাম নৃত্য।
যে নামেই হোক, সমগ্র পৃথিবীর ধর্ম হোক একটাই।
একবার গেয়ে উঠো মানবতার স্লোগান,
নতুন করে সাজাতে চাই ইতিহাসের পাতা,
থাকবে না কালো অক্ষরে লেখা বায়ান্ন, একাত্তর, পঁচাত্তরের মতো কোন কালো অধ্যায়।
পৃথিবীতে শান্তি চাই,
বন্ধ করো বারুদের উগ্র ঘ্রাণ পৃথিবীর হাওয়ায়।

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top